প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪২:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৪:১৬
তিন মাসে পিয়াইন নদীতে চার পর্যটকের মৃত্যু
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
গত তিন মাসে সিলেটের পিয়াইন নদীতে ডুবে চার পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে এক কিশোর মারা গেছে। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী।
স্থানীয়দের বরাত দিযে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, লোকজন জানান, সকাল ১১ টার দিকে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় সোহরাব। প্রায় এক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে দুপুর ১২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, প্রাথমিক জানতে পেরেছি সোহরাবের বাসা ঢাকার যাত্রাবাড়ী। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
গত ১১ আগস্ট সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নুরুল ইসলামের ছেলে সাইদ নকীব (২১) ও রাজশাহীর শেখপাড়ার মাহবুবুর রহমানের ছেলে মশিউর রহমান সিয়াম (২১)।
বন্ধুদের সঙ্গে বিছনাকান্দি পর্যটন স্পটে বেড়াতে যান নকীব ও সিয়াম। পিয়াইন নদীতে গোসল করতে নেমে ¯্রােতে ভেসে যান তারা। পরে স্থানীয়দের সহায়তার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এর আগে গত ২২ জুলাই গোয়াইনঘাটের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আঞ্জুমান বাপ্পী নামে এক পর্যটক মারা যায়। নিহত বাপ্পী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতিঘর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এ নিয়ে গত তিন মাসে পিয়াইন নদীতে চারজন পর্যটকের মৃত্যু হলো।