’তোমাকে অভিবাদন প্রিয়তমা’- খ্যাত কবি শহীদ কাদরী অসুস্থ। একুশে পদক পাওয়া এই কবিকে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জ্বর ও উচ্চ রক্তচাপের কারণে শহীদ কাদরীকে শনিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির স্ত্রী নীরা কাদরী। কবি এখন হাসপাতালের আইসিইউতে আছেন। আপাতত তার অবস্থা কিছু উন্নতির দিকে বলে জানা গেছে।
দেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ-শাণিত রূপ তাঁর কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)। কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক (২০১১) পেয়েছেন।