এবারের ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৬’ পাচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ আগস্ট স্মরণে এই পদক দেয়া হবে। রাজধানীর সেগুবাগিচার মুক্তিযুদ্ধ যাদুঘরে ওই দিন অন্তর্ধান দিবস পালন ও শহীদ আলতাফ মাহমুদ পদক ২০১৬ প্রদান করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
আলতাফ মাহমুদের মেয়ে ও ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ বলেন, ‘আলতাফ মাহমুদ যে সত্যের পথে অবিচল থেকে মানুষের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করে শহীদের মর্যাদা অর্জন করেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী সেই পথের অক্লান্ত এক পথিক। তাঁর হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করবো ভেবে গৌরববোধ করছি।’
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে প্রতিবছর শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদক প্রদান করছে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি ফাউন্ডেশন। গত বছর এই পদক পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী।