জলের মতো প্রবহমান সামাজিক ভাষা ব্যবহারে ‘কাজিয়ার প্রস্তুতি’ নাটকের বই প্রকাশ করেছেন লেখক আল হাদী। নাটকটি খুবই সাধারণ থেকে সাধারণ প্রকাশে সরল মনে হবে। খুবই সামাজিক কাঁচা কথায় আর সময়ের কক্ষপথ থেকে লেখক নাটকে তৈরি করেছেন পাঠকের আকর্ষণ, উৎসাহ, প্রথম অংক থেকে শেষ অংক পর্যন্ত।
লেখকের প্রত্যাশা পড়তে গিয়ে পাঠকের বিরক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।
এই নাটকের মূল প্লট নির্ণয়ে অনেকেই প্রথমে একটু সংকট পতিত হতেই পারেন। তবে পরবর্তী সময়ে চিন্তার গভীর নিমজ্জন নাটকের সেই সংকট মুছে দিয়ে নাটকটিকে করে তুলেছে শুধুই আলাদা।
বাংলাদেশের মূল চেতনা মহান স্বাধীনতা সংগ্রামের চেতনাকে ভিত্তি করে দেখা গিয়েছে মানুষের বিভিন্ন শুদ্ধতার চর্চার নানাবিধ পথ। আলাপের পর আলাপে ফুটিয়ে তুলেছেন মানুষের না দেখা নানা পথ, উঠে এসেছে মানুষের অবচেতন বৈষম্য অনুভব সংজ্ঞা থেকে সংজ্ঞার বাইরেও।
সরকারি চাকরিজীবীদের নিয়ে নাটকটি রচিত হলেও দেখা গেছে চরিত্রের অবস্থানগুলো সমাজের বিভিন্ন ভাঁজের মধ্যেই মিশে থাকা চরিত্র। এই নাটকে দেখা যাবে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একদল তরুণ তাঁদের প্রশিক্ষণ অবসরে নিজেদের মধ্যে তাঁদের নিজেদের সংস্পর্শে নানাবিধ যোজন-বিয়োজনে লিপ্ত, আবেশিত কিংবা উত্তেজিত তাঁদের মন তাঁদের পরিপার্শ্বের সাথে।
মোট চার অংকের নাটক, তার পৃষ্ঠা সংখ্যা- ৫৩, মূল্য ধরা আছে- ১৫০ টাকা। নাটকটি পাওয়া যাচ্ছে- সন্ধি পাঠ, আজিজ সুপার মার্কেট,শাহ্বাগ, ঢাকা।