চিকিৎসার জন্যে সাড়ে তিন মাস লন্ডন কাটিয়ে ঢাকায় ফিরেছেন দেশের অন্যতম প্রধান কবি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
ফুসফুসের জটিলতায় গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। সাড়ে তিন মাস চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। গতকাল তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন কবি। তারা ঢাকায় ফিরেছেন বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন সৈয়দ হকের স্ত্রী লেখক আনোয়ারা সৈয়দ হক।
লন্ডনের রয়েল মার্সডেম হাসপাতালের চিকিৎসায় তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তিনি আর বেশিদিন বাঁচবেন না- এমন শঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ফেসবুকের এক বার্তায় এসব তথ্য দিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
বাচ্চু লিখেন, ‘সৈয়দ শামসুল হক লন্ডন এসেছিলেন ফুসফুসে কর্কট রোগের চিকিৎসার জন্য। প্রায় তিন মাস অসফল চিকিৎসার পর ফিরে যাচ্ছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।’
চিকিৎসকদের কাছে এই খবর জেনে জীবনের শেষ কয়টি দিন নিজ বাসভূমে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কবি। থাকতে চান নিজ দেশের জল-কাদার পাশে, বন্ধু - স্বজনের সান্নিধ্যে।
কবিকে বিদায় জানিয়ে নাসির উদ্দীন ইউসুফ ভারাক্রান্ত মন নিয়ে লিখেন, ‘বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাসের প্রধানতম এ কবি নাট্যকার বিজয়ীর মত ফিরে গেলেন মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে। চোখে অশ্রু, মুখে নুতন নাটক লেখার প্রত্যয় নিয়ে ধীরে অপেক্ষমান বিমানে আরোহণ লক্ষ্যে অদৃশ্য হলেন প্রিয় হক ভাই। পেছনে আমরা মন খারাপ করে হিথ্রো বিমানবন্দরে পড়ে থাকলাম।’
জনাব ইউসুফ লিখেন, গাড়িতে ফেরার পথে মুঠোফোনে হক ভাইয়ের ইবার্তা- ‘তোমার সাথে নাটক করবো। তাড়াতাড়ি ফিরে এসো।’