ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ইন্তেকাল করেছেন। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জাতীয় পার্টির এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের ছেলে তারেক এ আদেল।
আদেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ।
জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করেছেন তিনি।