বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ করবে সংগঠনটির নেতাকর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন ঢাকাটাইমসকে কর্মসূচির বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের সব ইউনিটের নেতা-কর্মীদেরকেই কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
সকালে রাষ্ট্রদ্রোহ মামলা তারেক রহমান ও একুশে টিভির সাংবাদিক মাহাথির ফারুকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী। আসামিদের গ্রেপ্তার করতে না পারলে তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশও দেন বিচারক।
২০১৫ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় যুক্তরাজ্য থেকে তারেক রহমানের একটি বক্তব্য প্রচার করে ইটিভি, যাতে সরকারের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য দেয়া হয় বলে অভিযোগ এনেছে পুলিশ। এই ঘটনায় তারেকসহ চার জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর এই মামলায় তারেক-মাথিরসহ ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোগ, দুর্নীতি ও মানহানির একাধিক এবং ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের সমনে হাজির না হওয়ায় অর্থপাচার মামলায় বিচার হয়েছে তার অনুপস্থিতিতেই।