প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৫:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৯:০২
‘আইয়ুব মার্কা’ শাসন চালাচ্ছে আ.লীগ: রব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
আওয়ামী লীগের বর্তমান শাসনকে পাকিস্তানের শাসক আইয়ুব খানের সঙ্গে তুলনা করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘জনগণের রায়বিহীন নির্বাচনের নামে তামাশা করে রাষ্ট্র ক্ষমতা দখল বা রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে পাকিস্তানি রাজাকারি মানসিকতা। পাকিস্তানিরা সবসময় মনে করতো বাঙালিরা রাষ্ট্র পরিচালনায় অনুপযুক্ত-তাদের মতামতের প্রয়োজন নেই। আজকেও আওয়ামী লীগ মনে করে দেশের জনগণের মতামত অগুরুত্বপূর্ণ। সুতরাং তারা ক্ষমতায় থাকলে নির্বাচন, ভোটাধিকার, গণতন্ত্র কোনোকিছুরই প্রয়োজন পড়ে না। এসব পাকিস্তানি আইয়ুব মার্কা রাজনীতি এদেশের জনগণ ৬৯’ সালেই ছুঁড়ে ফেলেছে।’
শুক্রবার চট্টগ্রাম নগরীর জামাল এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেএসডির চট্টগ্রাম উত্তর জেলা ত্রি-বার্ষিক সম্মেলনে রব এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘পাক-ভারত যুদ্ধ পরিস্থিতিসহ বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ যেন কোনো বিশেষ শক্তি বা দেশের ক্রীড়নকে পরিণত না হয়।’
নতুন রাজনীতি-ঐক্যের রাজনীতি-পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থান প্রয়োজন বলে মনে করেন সাবেক এই মন্ত্রী। জনগণ ঐক্যবদ্ধ হলে রাজাকার-স্বৈরাচার-জঙ্গিবাদ এক সঙ্গে বিদায় হবে বলেও মনে করেন তিনি।
জেএসডি’র চট্টগ্রাম উত্তর জেলা ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া ফেরদৌস।
আরও বক্তব্য দেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, আজিজ উদ্দীন হায়দার, শফিউল আলম, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সেক্টরস ফোরাম সভাপতি ড. মাহমুদ হাসান, বাসদ নেতা মহিন উদ্দিন, সাবেক চাকসু নেতা কামাল উদ্দীন, নাগরিক ঐক্যের সোহরাব হোসেন, শ্রমিক নেতা এয়ার আহমদ, খুরশিদ আলম।
সবশেষে কাউন্সিলরদের ভোটে আবদুল মান্নান মাস্টারকে সভাপতি ও সৈয়দ তারেকুল আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ তিন বছর।