গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া নয়টার পর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
৬ সেপ্টেম্বর অসুস্থ হলে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হান্নান শাহের মরদেহ। কিছু সময়ের জন্য মহাখালীর নিউ ডিওএইচএসের বাসায় রাখার পর মরদেহ নেয়া হয় হাসপাতালের হিমঘরে।
বৃহস্পতিবার মহাখালীর ডিওএইচএস মসজিদ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নয়াপল্পনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তিন দফা জানাজার পর মরদেহ আবার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
আজ সকালে সড়কপথে গাজীপুরের রাজবাড়ীতে নেয়া হয় হান্নান শাহের মরদেহ। জয়দেবপুর রাজবাড়ী মাঠে জানাজার পর মরদেহ নেয়া হচ্ছে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে জানাজার পর মরদেহ নেয়া হবে নিজগ্রাম চালাবাজার উচ্চবিদ্যালয় মাঠে। শেষ দফা জানাজার পর বাবার কবরের পাশেই দাফন করা হবে বিএনপির এই শীর্ষ নেতাকে।