সমৃদ্ধি, শান্তি ও সম্ভাবনার নতুন বারতা নিয়ে শুরু হলো নতুন বছর, ২০১৬। বিশ্ববাসী প্রবেশ করল একুশ শতকের আরও একটি বছরে। স্বাধীনতার ৪৪টি বছর পূর্ণ করে বাংলাদেশও পা ফেলল ৪৫তম বছরে। নতুন বছর মানে নতুন যাত্রা। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমাদের প্রচ্ছদ আয়োজন ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ।’ বিশ্বের বিস্ময় এবং উদীয়মান সুদৃঢ় অর্থনৈতিক সম্ভাবনার দেশ বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পরিম-লে ‘প্রাকৃতিক দুর্যোগ আর খাদ্য সংকটের দেশ’ হিসেবে এ দেশের পরিচিতি থাকলেও বর্তমান প্রজন্মের কাছে এখন তা একেবারেই অবিশ্বাস্য। নানা সমস্যা ও সংকট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত এ দেশের এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। চরম খাদ্যঘাটতি, দুর্বল অবকাঠামো, শিক্ষা, শিল্প-পুঁজির অভাবের কারণে দেশটির টিকে থাকাই ছিল এক বড় প্রশ্ন। বিশ্বের নামিদামি অর্থনীতিবিদরা বিশ্বাসই করতে চাননি সাড়ে সাত কোটি মানুষকে খাওয়াতে-পরাতে পারবে বাংলাদেশ। কিন্তু চার দশকের অক্লান্ত চেষ্টায় বাংলাদেশ সব চ্যালেঞ্জ জয় করেছে। প্রায় সব খাতেই বাংলাদেশ এখন সমৃদ্ধ। কৃষিতে এসেছে অভাবনীয় সাফল্য, শিল্পখাতের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত, দারিদ্র্যবিমোচন ও নিরাপদ মাতৃত্বে বিস্ময়কর অগ্রগতি, মাছ চাষেও ব্যাপক সাফল্য, শিক্ষাখাতেও পিছিয়ে নেই দেশ, পোশাকখাতে ‘সুবর্ণজয়ন্তী’র অপেক্ষায়, ইলেকট্রনিক্স শিল্পেও মন দিয়েছে বিনিয়োগকারীরা, নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত স্থাপন করেছে, খেলাধুলাতেও রয়েছে ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের মানুষ যে জয় করতে পারে তা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে। সমৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অচিরেই বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
পাঠকের ভালোবাসা নিয়ে দুই বছর অতিক্রম করল এই সময়। বর্তমান সংখ্যাটি তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা। নিয়ম অনুযায়ী বিগত বর্ষের শেষ সংখ্যাটি বর্ষপূর্তি সংখ্যা হওয়ার কথা ছিল। আমাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে একটি বর্ষপূর্তি সংখ্যা প্রকাশের। নানা জটিলতার কারণে বর্ষপূর্তি সংখ্যাটি আমরা পিছিয়ে দিয়েছি। বিশেষ সংখ্যার কাজ চলছে। আশা করি আগামী ১৭ জানুয়ারি সংখ্যাটি পৌঁছে যাবে পাঠকদের হাতে। নববর্ষ উপলক্ষে সাপ্তাহিক এই সময়-এর অগণিত পাঠক, লেখক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে শুভ হয়ে দেখা দেবে এটিই প্রত্যাশা।