প্রকাশ : ১২ এপ্রিল, ২০১৬ ২০:৪৮:২২আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৮:০৭:৫৯
নিষ্ঠুর সব হত্যাকাণ্ড, কার্যকর উদ্যোগ কোথায়?
আরিফুর রহমান
দেশ ভালো নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে দিন দিন। ক্ষমতাসীনদের ওপর জনগণের ক্ষোভ বাড়ছে। রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার টাকা চুরি হয়ে গেল। তার কদিন পরেই ক্যান্টনমেন্টের মতো জায়গায় খুন হলেন সোহাগী জাহান তনু। ঘাতকরা এখনো চিহ্নিত হয়নি, গ্রেপ্তার তো দূরের কথা। বাঁশখালীতে পুলিশের গুলিতে ঝরে গেল ছয়টি তাজা প্রাণ। স্থানীয় জনগণের একটি অংশ বিদ্যুৎ কেন্দ্র চায়, একটি অংশ চায় না। দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের স্থানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, সেদিনের ঘটনায় একটি কুচক্রী মহল গোপনে ইন্ধন জুগিয়েছে। ঘটনার পেছনে ইন্ধনদাতা কারা, তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ বিনা উসকানিতে জনতার ওপর গুলি ছুঁড়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে।
বাঁশখালীর ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিটস নাজিমউদ্দিন সামাদকে। কেন একের পর এক হত্যাকা-? এর আগে এ ধরনের যত হত্যার ঘটনা ঘটেছে, একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন নিষ্ঠুর হত্যাকা- বন্ধে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। রহস্যজনকভাবে সরকার এই ব্যাপারে নীরব। এসব হত্যাকা-ের পেছনে আদৌ কোনো জঙ্গিসংশ্লিষ্টতা আছে, নাকি কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে এই ঘৃণ্য হত্যার ঘটনা ঘটানো হচ্ছে তা গভীরভাবে তদন্ত হওয়ার দরকার। অতি দ্রুত নাজিম হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
বছর ঘুরে আবারও এলো পয়লা বৈশাখ। দিনটি এখন বাঙালির জাতীয় উৎসবের দিন। এ বছরই প্রথম সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দিনটি উপলক্ষে নির্দিষ্ট অঙ্কের উৎসবভাতা পেয়েছেন। এটি সরকারের একটি দূরদর্শী পরিকল্পনা। সংস্কৃতির সঙ্গে অর্থনীতির যোগ রয়েছে। এই উৎসবভাতা চালু করার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির সঙ্গে জনগণের যোগ বৃদ্ধি পাবে। পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া এখন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু দেশের অকল্যাণ বয়ে আনে যে সংস্কৃতি, তাকে পরিহার করাই উত্তম। এই সময়টা ইলিশের প্রজনন মৌসুম। নদী বা সমুদ্রে এখন ইলিশ শিকার করলে প্রজনন কমে যাবে। তাতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের অর্থনীতি। এই ব্যাপারে নাগরিকবৃন্দ আশা করি সচেতন হবেন।