সেলিমা-শিমুলসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ঢাকা: রাজধানীর পল্লবী থানার নাশকতার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা সিএমএম আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামালার চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মীর সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল।
চলতি বছরের জানুয়ারি মাসে সেলিমা রহমানসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ২০ আসামির মধ্যে পাঁচজন জামিনে, একজন কারাগারে এবং পরোয়ানা জারি হওয়া ১৪ জন পলাতক রয়েছেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি জোটের ডাকা হরতাল চলাকালে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।