বাজারদরের অর্ধেকেরও কম দামে গম বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক সফিক-উর-রহমানকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এমদাদুল হক এই আদেশ দেন।
প্রায় সাড়ে সাত কোটি টাকার গম আত্মসাতের অভিযোগের মামলায় গত বুধবার রাতে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে সফিককে আটক করে দুদক। পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।
মামলা বলা হয়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় চট্টগাম, মংলা ও পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের মাধ্যমে ১১ হাজার ১০০ মেট্রিকটন গম বরাদ্দ দেয়। ওই গম বিক্রির অনুমতি না থাকলেও কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান কতগুলো ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে পাঁচ টাকা কেজি দরে বিক্রি করে দেন।
মামলায় বলা হয় সাবেক কোস্টগার্ড প্রধান পাঁচ টাকা কেজি দরে চাল বিক্রির নির্দেশ দেন, তখন বাজার দর ছিল ১১ টাকা ৬৪ পয়সা।
ওই ঘটনায় দুদকের তৎকালীন কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন রাজধানীর ক্যান্টেটমেন্ট থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।
পরে মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তির পরে জামিন না নেওয়ায় ২০১৫ সালের ৬ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।