সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে রাজধানীর উত্তরা ঢাকা উইমেন কলেজের সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে।
কলেজটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবলুর পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নিয়োগ না দিতে আদেশ আছে হাইকোর্টের। উচ্চ আদালতের এই আদেশের পরও গত ৬ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে উত্তরায় ৭ নম্বর সেক্টরে অবস্থিত ‘ঢাকা উইমেন কলেজের’ সভাপতি নিয়োগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
ইউনুছ আলী আকন্দ ঢাকাটাইমসকে বলেন, ‘সংসদ সদস্যরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না মর্মে হাইকোর্টের রায় রয়েছে। হাইকোর্টের রায়কে অমান্য করে তাকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। ’
এই আইনজীবী জানান, রিট আবেদনে শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচারর্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ও সাহারা খাতুনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সাংসদদের সভাপতি পদে থাকা ও বিশেষ কমিটি গঠন-সংক্রান্ত প্রবিধানমালা, ২০০৯-এর ৫ (২) ও ৫০ বিধি অবৈধ বলে রায় ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সাংসদরা স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হতে পারবেন না।