ডেসটিনির অর্থপাচার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ নভেম্বর
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০:২০
ডেসটিনির অর্থপাচার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ নভেম্বর
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
মাল্টিলেভেল কোম্পানি ডেসটিনির বিরুদ্ধে করা অর্থপাচারের দুটি দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ৬ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন সাক্ষী হাজির করতে না পারায় মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামন নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা প্রতিষ্ঠাটির এমডি রফিকুল আমীনসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার ৫১ আসামির মধ্যে পলাতক থাকা ৪৬ জন পলাতক আছেন। প্রায় ৪,১১৯ কোটি টাকা পাচারের দুটি মামলায় ২০১৪ সালের ৪মে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলার আসামিদের মধ্যে প্রতিষ্ঠানটির এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন। এছাড়া পলাতকদের মধ্যে সাঈদুল ইসলাম খান (রুবেল) সম্প্রতি বরিশাল গ্রেপ্তার হয়েছেন। আর একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা উক্ত আসামিরাসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।