হবিগঞ্জের দুই রাজাকারের বিচার শুরুর আদেশ ১ নভেম্বর
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৫:৩৭
হবিগঞ্জের দুই রাজাকারের বিচার শুরুর আদেশ ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী এবং আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ঠিক করেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানাদাশ গুপ্ত এবং রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার শুরু থেকেই দুই আসামি পলাতক রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষে জব্দ তালিকাসহ মোট ২৯ জন সাক্ষী জবানবন্দি দিবেন।
জেলার লাখাই থানার ফান্দাউক ইউনিয়ন রাজাকার কমান্ডার ও সে সময়কার মুসলিম লীগ নেতা লিয়াকত আলী ও হবিগঞ্জের অধিবাসী কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলবদর কমান্ডার রজব আলীর বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধ চলাকালে পাশাপাশি তিন থানা হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধ করেন আসামিরা।