মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমানের জামিন আবেদন নাকচ করে দেয়া হয়েছে।
টাঙ্গাইল-৩ আসনের এই সাংসদ সোমবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেয়া হয়।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অজুহাত তুলে ধরে আমানুর আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে। হত্যার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ বছর ৩ ফেব্রুয়ারি আমানুর ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।