গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তারের আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। এর মধ্যে আদালত থেকে ইতিমধ্যে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন।
এম এ মান্নান গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ রয়েছেন। তিনি বিএনপির সদ্যঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ২০১৩ সালের ৩০ জানুয়ারি রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্যা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর পরদিন জয়দেবপুর থানার উপপরিদর্শক সৈয়দ হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় জামায়াত-শিবির ও বিএনপির অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়। পরে মামলার তদন্তকালে ওই ঘটনার সঙ্গে অধ্যাপক এম এ মান্নানের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করা হয়।
শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই ওই আবেদন মঞ্জুর করে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।