প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৫:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৯:৫৫
ফারুক হত্যা: আরও দুই আসামির আত্মসমর্পণ
টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ
মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরও দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। শনিবার আদালতে আত্মসমর্পণের পর বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই মামলায় সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- সাংসদ রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে বাসার সামনে থেকে ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর রহমান রানা ও তার তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
পরে গত ৩ ফেব্রুয়ারি চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত রবিবার আদালতে আত্মসমর্পণ করেন মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।
টাঙ্গাইল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মনিরুল ইসলাম খান জানান, সাংসদ আমানুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আদেবন করলে বিচারক আবুল মনসুর আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।