জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য আব্দুস সবুরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।
১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াছমিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর ফজলুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এই আসামিকে এর আগে শুদ্ধস্বরের প্রকাশক লেখক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নেয়া হয়।
দীপন হত্যা মামলায় মইনুল হাসান শামীম নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীমও ছিলেন। পুলিশের দাবি, শামীম দীপন হত্যার থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।