দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর মৃত্যুতে চারদিন শোক দিবস হিসেবে পালন করবে বিএনপি। মঙ্গলবার শুরু হওয়া শোক কর্মসূচি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
এ সময় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় সমূহে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শোকসূচক কালো পতাকা উত্তোলন করা হবে। আগামী শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। চলতি মাসের ১১ তারিখে তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে বেরুনোর সময় হান্নান শাহ হৃদরোগে আক্রান্ত হন। তখনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।
দলীয় কার্যালয়ে শোকবই
এদিকে আ স ম হান্নান শাহর মৃত্যুতে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। সকাল ১১টা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের স্বাক্ষরের জন্য তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শোকবইয়ে শোক জানিয়ে স্বাক্ষর করা যাবে।