সরকার যখন দেশে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তখন মিথ্যাচার করে সরকারকে বাঁধা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, কেবল উন্নয়ন কর্মকাণ্ড নয়, জঙ্গিবিরোধী অভিযানও বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, সরকার যখন জঙ্গিদের দমন করছে, তখন জঙ্গিদের রাজনৈতিক কর্মী, ভালো মানুষ বলে মিথ্যাচার করা হচ্ছে। অথচ জঙ্গিদের বাবা-মা জঙ্গি হবার কারণে তাদের লাশ নিচ্ছে না।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমের বিকাশে সব সময় আন্তরিক। এ সরকারের সময়েই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। কোনো সাংবাদিককে নিগৃহীত করা হয়নি। যে কয়েক জনের কথা বলা হচ্ছে, তারা কেউ সাংবাদিকতা বিধি-নিষেধের জন্য গ্রেপ্তার হননি।
তথ্যমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজধানীসহ জেলা-উপজেলায় দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগে একটি বণাঢ্য র্যালি ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।