ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসকে বিএনপির নারী শাখা মহিলা দলের সভাপতি করা হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী।
মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রে অর্পিত ক্ষমতাবলে দলের চেয়ারপারসনের নির্দেশে মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আব্বাসপত্মী রাজনীতিতে তেমন পরিচিত না হলেও গত সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে নেমে নজর কাড়েন তিনি। ঢাকা দক্ষিণ সিটি থেকে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা আব্বাস মামলার কারণে পলাকত থাকায় তার হয়ে প্রচারের দায়িত্ব পালন করেন আফরোজা আব্বাস। নির্বাচনী প্রচারে তার স্বতস্ফুর্ত বক্তব্য এবং পদচারণা নজর কাড়ে। ওই নির্বাচনের পর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আফরোজা আব্বাসকে দেখা যায়।
মহিলা দলের আগের কমিটিতে আফরোজা সহসভাপতি ছিলেন। দলের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর আফরোজা আব্বাস ঢাকাটাইমসকে বলেন, ‘খালেদা জিয়া আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন, আমি সে বিশ্বাস রাখার চেষ্টা করবো। সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো।’ সংগঠন নিয়ে বিস্তারিত পরিকল্পনা পরে প্রকাশ করা হবে বলে জানান আফরোজা আব্বাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী নুরজাহান ইয়াসমিন সিনিয়র সহসভাপতি এবং জেবা খান মহিলা দলের সহসভাপতির দায়িত্ব পালন করনে। এ ছাড়া সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। হেলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা কমিটি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহিলা দলের ঢাকা উত্তর কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন পেয়ারা মোস্তফা। এ ছাড়া মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি, আমেনা বেগম সাধারণ সম্পাদক, রোকেয়া বেগম তামান্না এবং রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দক্ষিণ শাখা কমিটির সভাপতি হয়েছেন রাজিয়া আলিম। আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি, শামসুন নাহার বেগম সাধারণ সম্পাদক এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ডব্লিউবি