বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের মরদেহ দেশে এসেছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, শায়রুল কবির খানসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় হান্নান শাহের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে হান্নান শাহের মরদেহ মহাখালীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরদেহ দেখতে হান্নান শাহের বাসায় যাবেন। পরে মরদেহ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালী ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেয়া হবে। সেখানে সকাল ১১টায় তৃতীয় জানাজা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজা হবে। এরপর মরদেহ আবারো সিএমএইচের হিমঘরে নেওয়া হবে। গত মঙ্গলবার বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার গাজীপুরের জয়দেবপুর উপজেলায় বিএনপির এই নেতার পঞ্চম জানাজা হবে। এরপর কাপাসিয়া উপজেলায় দুটি জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সেনা কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার পর না ফেরার দেশে চলে যান প্রবীণ এই রাজনীতিবিদ।