ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুইপারের দেয়া ইনজেকশনে রোগী মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুরকে কমিটির প্রধান করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও আবাসিক চিকিৎসক জেসমিন নাহার। শনিবার সকালে এ কমিটি গঠন করা হয়।
গতকাল শুক্রবার ঢাকা মেডিকেলে বিপ্লব মণ্ডল নামে এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই রোগীকে সুমন নামে ঢামেকের এক সুইপার ইনজেকশন দেয়। সেই কারণেই রোগীর মৃত্যু হয়েছে। পরে রোগীর স্বজন ও উপস্থিত লোকজন গণধোলাই দিয়ে সুমনকে পুলিশে সোপর্দ করে।
বিপ্লব মণ্ডল কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকার বিনোদ মণ্ডলের ছেলে।
তদন্ত কমিটির প্রধান খাজা আবদুল গফুর সাংবাদিকদের জানান, তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।