‘সারা দিনে মাত্র একবার মাউথওয়াস দিয়ে কুলকুচা করুন, গনোরিয়াকে দূরে রাখুন’- এটি একটি জনপ্রিয় স্লোগান। কিন্তু জানেন কি গবেষকরা এখানে অনেক সত্যই গোপন করেছেন।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মানুষ তাদের গলায় কয়েক সপ্তাহ কিংবা মাস ব্যাপি কোন প্রকারের উপসর্গ ছাড়াই যৌনবাহিত রোগের সংক্রামন বহন করতে পারে। ওরাল সেক্সের মাধ্যমে এই সংক্রামন অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। এভাবেই গবেষকরা এক সময়ে সন্ধান পেলেন যে, প্রতিদিন একবার করে কুলকুচা করার ফলে নীবর গনোরিয়া সংক্রামন প্রতিরোধ সম্ভব।
গনোরিয়া এক প্রকার ব্যাকটেরিয়া বাহিত রোগ। যা নারী এবং পুরুষের সঙ্গমের সময়ে গলায় উৎপন্ন হয়। উনিশ শতকের শুরুতে অ্যান্টিবায়োটিক চিকিৎসা আবিষ্কারের আগে পর্যন্ত ব্যাপক বিস্তার ঘটেছিল এই রোগের। কিন্তু সম্প্রতি আবারো গনোরিয়া রোগের ব্যাপ্তিতে শঙ্কায় পড়েছে চিকিৎসকরা। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রিটেনে এই সংক্রামন ৫৩ শতাংশ বেড়েছে। ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এই সময়ে গনোরিয়া সংক্রামনের সংখ্যা ২৬ হাজার ৮৮০ থেকে বেড়ে ৪১ হাজার ১৯৩ জনে পৌঁছায়।
সাধারণত গনোরিয়ার প্রতিষেধক হিসেবে কার্যকরী অ্যাজিথ্রোমাইসিন। কিন্তু কোন কারণে গনোরিয়া দ্বিতীয় পর্যায় পেরিয়ে গেলে আর কোন প্রতিষেধক নেই বলে জানালেন চিকিৎসকরা।
২০১৪ সালের লিডসে সর্বপ্রথম এই সমস্যা সনাক্ত হয়। এরপর এটি পশ্চিম মিডল্যান্ড এবং ব্রিটেনের দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ে। এমনকি লন্ডনসহ গোটা ব্রিটেনে এই ধরনের পাঁচজন রোগী সনাক্ত করা হয়। ২০১৬ সালে গোটা ব্রিটেনের ৩৪জন গনোরিয়া আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে নারী পুরুষ এবং পুরুষের সঙ্গে পুরুষের যৌনমিলন হয়েছে এমন ব্যক্তিও রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, গনোরিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর কনডম। তবে এক্ষেত্রে আরকেটি উপযুক্ত মাধ্যম হচ্ছে মাউথওয়াস।