এবার স্মার্টফোনই জানিয়ে দেবে কারো মধ্যে প্রাণঘাতী হৃদরোগের আশঙ্কা রয়েছে কি না। ‘আর্টারিয়াল ফাইব্রিলেশন’ হলো এমন বিরল হৃদরোগ যাতে হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে গিয়ে মৃত্যু হয় রোগীর। বিশ্বে ২ শতাংশের এই রোগের সম্ভাবনা রয়েছে। কিন্তু আগে থেকে এই রোগ ধরা পড়ে না। এমনকি নিয়মিত চিকিৎসকের কাছে গেলেও তিনি বলতে পারবেন না কখন ‘আর্টারিয়াল ফাইব্রিলেশন’ হতে পারে। অগত্যা বারবার ই সি জি। তখনকার মতো ই সি জি জানিয়ে দিতে পারে আপনার হৃৎপিণ্ডের সঞ্চালন। কিন্তু সব সময় তো আর ই সি জি সম্ভব নয়।
ফিনল্যান্ডের তুরকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি অ্যাপ তৈরি করেছেন যা জানিয়ে দেবে কারও ‘আর্টারিয়াল ফাইব্রিলেশন’–এর সম্ভাবনা রয়েছে কি না। স্মার্ট ফোনে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি চালিয়ে মোবাইলটিকে বুকের ওপর রাখতে হবে। এবার আরও দুটি ছোট যন্ত্র ‘জাইরোস্কোপ’ এবং ‘অ্যাকসিলারোমিটার’ রাখতে হবে বুকের ওপর। এগুলোর কম্পন মেপে অ্যাপ জানিয়ে দেবে আপনার এখনই ‘আর্টারিয়াল ফাইব্রিলেশন’ হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাঁদের আবিষ্কৃত অ্যাপের খবর বার হয়েছে ‘ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি’ পত্রিকায়।