মশাবাহিত জিকা ভাইরাস সংক্রামন টেস্টে ছয় বাংলাদেশির দেহে এই ভাইরাস মিলেছে বলে নিশ্চিত করেছেন সিংগাপুরে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মাহবুব উজ জামান।
বৃহস্পতিবার বাংলাদেশি হাই কমিশনারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। হাই কমিশনার বলেন, ‘সিংগাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, পরীক্ষায় ছয় বাংলাদেশির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। এরা সকলেই এরই মধ্যে সুস্থতা অর্জন করেছেন অথবা চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আমরা সার্বক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।’
এছাড়া সিংগাপুরে ১৩জন ভারতীয় নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মার্কিন এক কর্মকর্তা জানান, গর্ভবতী নারীদের জিকা সংক্রামনের ফলে ‘মাইক্রোসেফালি’ নামক এক রোগে আক্রান্ত হয়। এর ফলে গর্ভের শিশুর মস্তিষ্কের গঠন বাধাগ্রস্থ হয় এবং শিশু অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে জন্ম নেয়।