শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্বীপরাষ্ট্র থেকে নির্মূল হয়েছে মশাবাহিত রোগটি, বলে সোমবার বিবৃতি প্রকাশ করেছে ডব্লিউএইচও৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, শ্রীলঙ্কা ম্যালেরিয়ামুক্ত দেশ৷ ছয় দশক আগে দ্বীপরাষ্ট্রে প্রচণ্ড প্রকোপ ছিল ম্যালেরিয়ার৷ বিশ্বে ম্যালেরিয়া আক্রান্ত দেশের তালিকায় শ্রীলঙ্কার নাম ছিল অনেক উপরে৷সেই দেশে গত পাঁচ বছরে একজনও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়নি৷
জানা যায়, মূলত মোবাইল ক্লিনিকের মাধ্যমেই এসেছে সাফল্য৷ গ্রামে গ্রামে পৌঁছে যায় এই ভ্রাম্যমাণ এই চিকিৎসা সেবা। জ্বর হলেই রোগীর রক্ত পরীক্ষা করা হয়৷ ব্যাপক আকারে এই ক্লিনিক ছড়িয়ে দেয়াই সাফল্যের মূল কারণ৷ এই প্রক্রিয়ায় নিবিড় নজরদারি চালান সরকারি কর্মকর্তারা।এর সঙ্গে যুক্ত হয় মশা নিধনের সুপরিকল্পিত কর্মসূচি৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশীয় শাখার কর্মকর্তা পুনম ক্ষেত্রপাল সিং বলেন, শ্রীলঙ্কার সাফল্য অসাধারণ৷ এই সাফল্য প্রমাণ করছে যে , তৃণমূল স্তরে নিবিড় ভাবে পরিকল্পনা যদি রূপায়ণ করা যায় , তবে চমকপ্রদ ফল মিলতে পারে৷
শ্রীলঙ্কার আগে আরো পাঁচটি দেশকে ম্যালেরিয়ামুক্ত বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, মরক্কো , তুর্কমেনিস্তান , আর্মেনিয়া ও মালদ্বীপ৷