সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গন শুধু নয়, দেশজুড়েই শোকের ঢল নেমেছে। অগ্রগণ্য এই কবিকে নানাভাবে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে মানুষ। তাকে স্মরণ করছেন কবি, কথাশিল্পীসহ দেশের সৃজন ও মনন জগতের সবাই। এর প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
‘হক ভাই এখন চিরজীবিত’ শিরোনাম দিয়ে কবি মুহম্মদ নূরুল হুদা ফেসবুকে লিখেছেন, ‘‘সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক সর্বাগ্রগণ্য কারুকৃৎ কবিশ্রেষ্ঠ সৈয়দ শামসুল হক এখন খেকে চিরজীবিত। মানবশরীর নিয়ে আশি বছরের অধিককাল মর্ত্যবাসী থেকে এখন তিনি মহাবিশ্বের মহাকালের আদিঅন্তহীনতায় সমর্পিত। তাঁর সৃষ্টি অবিনাশী, তাঁর সত্তা অবিনাশী, তাঁর আলোক চির-সক্রিয় থাকবে বাঙালির মনে ও মননে। তাঁর প্রতি উত্তরপ্রজন্মের সশ্রদ্ধ প্রণতি।’’
সৈয়দ হকের একটি আলোকচিত্র ফেসবুকে দিয়ে কবি আবু হাসান শাহরিয়ার লিখেছেন, ‘বড় শূন্য....’ ।
সৈয়দ শামসুল হকের একটি প্রতিকৃতি এঁকেছেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। তা ফেসবুকে তুলে ধরে তিনি লিখেছেন, ‘‘অমরত্বের পথে কবি সৈয়দ শামসুল হক।’’
কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ শ্রদ্ধা জানিয়েছেন এভাবে, ‘‘যদি দেখা না হতো যদি ঢাকায় না আসতাম যদি ব্যক্তিগতভাবে না চিনতাম তবে আজও আমার কাছে সৈয়দ শামসুল হক থাকতেন একটা বিস্ময় হয়ে। তাকে বিদায় জানাবার এই দিনে ধরে নিচ্ছি, রংপুরের অল্পবয়সী এক তরুণ আমি। তার বই পড়া ভিন্ন তার সম্পর্কে আর কিছুই জানি না। সৈয়দ শামসুল হক মারা গেছেন এই খবরে রংপুরের সেই ছেলেটি একা একা কাঁদছে। ওই বিপন্ন ছেলেটিকে আমি দেখতে পাচ্ছি। বিদায় হক ভাই।’’
নাট্যজগতে সৈয়দ হকের অসামান্য অবদানের দিকটি এক ঝলক সামনে এনেছেন অভিনয়শিল্পী ও নির্মাতা কাউসার চৌধুরী। তিনি লিখেছেন, ‘‘দেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। এ শুন্যতা কবে পূরণ হবে কি না জানিনা! আদৌ পূরণ হবে কি না কোনদিন, সেটাও জানা নেই। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, আঞ্চলিক কাব্য, চিত্রকলা, গান, চিত্রনাট্য, চলচ্চিত্র পরিচালনা- প্রতিটি ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। শ্রোতা, পাঠক কিংবা দর্শকদের তিনি আনন্দ দিয়েছেন, আবেগে আন্দোলিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায়, স্বপ্ন দেখিয়েছেন সুন্দর আগামীর। তার লেখনীর মাধ্যমে ঘোর -সংকটের সময় জাতিকে দেখিয়েছেন টানেলের শেষ প্রান্তের আলো। তিনি শক্তিমান, তিনি প্রেমময়, তিনি ছিলেন মানুষের ভেতরে অন্য এক মানুষ। তিনি নমস্য। আমার সৌভাগ্য হয়েছে তাঁর লেখা মঞ্চনাটক ‘নূরলদীনের সারাজীবন’ নাটকে অভিনয় করার। তাঁর স্নেহ লাভ করেছি দীর্ঘদিন। পেয়েছি নির্দেশনা, পেয়েছি আশীর্বাদ।’’
লন্ডন প্রবাসী কবি শামীম আজাদ লিখেছেন, ‘‘ঐ সূর্যের মত ছিলেন সৈয়দ হক ... আমাদের হক ভাই’’ ।
সৈয়দ হকের লেখা গান ফেসবুকে তুলে ধরেছেন সাংবাদিক ও লেখক প্রভাষ আমিন ‘‘হায়রে মানুষ রঙীন ফানুস/ দম ফুরাইলেই ঠুশ..’’ ।