আমাদের আরো আয়োজন
হতাম যদি বাংলাদেশের শিল্পপতির নাতিঋণের টাকায় দিন কাটাতাম থাকতো কত সাথিব্যাংকপাড়াতে থাকতো কদর, কাটত জীবন সুখেবৈরী কোনো শক্তি এলে দিতাম ঠিকই রুখে।কিংবা যদি হতাম কোনো রাজনীতিকের ছেলেশক্তিবলে ঠিকই আমি জল মেশাতাম তেলেসবার চোখে ধোঁকা দিয়ে আমি হতাম সেরাঅন্য যারা দক্ষ তারা হতো ছাগল-ভেড়া।নির্বাচনে প্রার্থী হতাম, কৌশলে সব শেখাভোট বিজয়ের ইতিহাসে নামটা হতো লেখাক্ষমতারই সিঁড়ি বেয়ে রাক্ষুসী এক ছাওÑহয়েই যেতাম, বলেই যেতাম হাউ মাউ খাউনদী দখল করে নিতাম, খেতাম খেলার মাঠরেলসড়কের জমি খেতাম, রাস্তা-দোকানপাট!কিংবা যদি হতাম আমি মন্ত্রীসা’বের চেলাভাই-ভাতিজা-ভাগ্নে হলেও দেখিয়ে দিতাম খেলারাষ্ট্রদূতের আত্মীয় বা প্রশাসনের কেউহতাম যদি, আমার গায়ে লাগতো সুখের ঢেউ।কিংবা যদি আমলা-সচিব থাকতো আমার চেনাএই দেশেতে, এই সমাজে, করতো কদর কে না!দলকানা এক বুদ্ধিজীবীর জামাই হতাম যদিসরকারি লেক দখল করে বানাতাম এক গদি।কিংবা যদি থাকতো আমার দরবেশ-পীর নানাসকল কাজের কাজী হতাম করতো না কেউ মানাক্রিকেট বোর্ডের কর্তা যদি থাকতো দুলাভাইহতাম আমি যোগ্য শালা, আমার মতো নাইআমিই হতাম ক্রিকেটপ্রেমী সাচ্চা সমঝদারসৌজন্য টিকেট দেখে খুলতো মাঠের দ্বার!এসব আমি হইনি কিছুই, নেই তো কোনো চাওয়াভোটের দিনে ভোটার আমি, এটাই পরম পাওয়া।আমি এক রাস্তাডাকছে না কাক কা-কা করে পাখিও না ডাকেঅদ্ভুত এক নীরবতা নামলো পথের বাঁকে।কোথায় গেল সেই কোলাহল থমকে গেল গতিচুল পরিমাণ নড়লে আবার হতে পারে ক্ষতি।আশঙ্কাতে ঠায় দাঁড়িয়ে সকল পথচারী।বাসে বসে যাত্রী ঘামে কখন যাবে বাড়ি!পুলিশগুলোর বুটের নিচে যায় যদি কেউ মরেপিঁপড়ারা তাই সাবধানী খুব আছে নিজের ঘরে।ট্রাফিক পুলিশ ব্যস্ত ভীষণ থামলো গাড়িগুলোবন্ধ এখন হাঁটাচলা, উড়ছে না আর ধুলো।এক নিমিষেই বদলে গেল চারিপাশের ছবিশুয়ে শুয়ে দেখছি আহা নীল আকাশের রবি।কালো পীচের শরীর আমার তৃপ্ত দারুণভাবেআমার বুকের ওপর দিয়ে ভিআইপিগণ যাবে।ভিআইপিগণ যাবে আহা স্যালুট জানাই রোজআমি কি আর নিতে পারি আমজনতার খোঁজ?কথায় চিড়া ভেজাচলিতেছে টক-শোবলিতেছে যা-তাফলিতেছে কচুগাছটলিতেছে মাথা।কেঁপে ওঠে শরীরেরশিরা উপশিরাচলিতেছে টক-শোগলিতেছে চিড়া...খবর জানেন কীলিখতে চিঠি পারতো না যেটিভি নাটক লিখেনাট্যকার সে বনে গেলসাহিত্য না শিখে। নিজ পরিচয় পায় না দিতেযার ছিল খুব লাজতিনি এখন চ্যানেল-টিভিরউপস্থাপক আজ।কারো নাকি কথা বলাইপেশা এখন মূলহাজার টাকা নেন কামিয়েহয় না হিসেব ভুল।এমনি করেই চলছে চ্যানেলফল দাঁড়ালো এই—টিভি আছে চ্যানেল আছেদর্শক তার নেই।